Header AD

মা দুর্গার নামে কন্যার নাম রেখেছেন লাল হলুদের স্পেনীয় কোচ অস্কার ব্রুজো


গোটা বাংলার সঙ্গে দেশের অনেক অঞ্চল এখন মেতে উঠেছে দুর্গাপুজোয় । বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল। শারদীয় আমেজে মেতে উঠেছে কল্লোলিনী। এই আবহে কলকাতার এক পুজোর অনুষ্ঠানে পঞ্চমীর দিন গিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। সেখানে কথায় কথায় স্পেনীয় কোচ প্রকাশ্যে এনেছেন তাঁর মেয়ের নাম, যা দেবী দুর্গার নামেই।
ব্রুজো জানিয়েছেন, তাঁর কন্যার নাম উমা। যা আসলে মা দুর্গারই আর-এক নাম। তিনি বলেন, “শারদোৎসব আমার হৃদয়ের বিশেষ এক স্থান অধিকার করে রয়েছে। আমার মেয়ের নাম উমা। কিন্তু যখন মেয়ের নাম রেখেছিলাম তখন এই নামের অর্থ জানতাম না। পরে জানতে পারি যে উমা মা দুর্গার আর এক নাম। ইস্টবেঙ্গল পরিবারের তরফ থেকে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই।”
আগামী ৮ নভেম্বর দু’বছরে পড়বে উমা। অস্কার যখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে কোচিং করতেন, তখন জন্ম হয়েছিল এই কন্যার। স্ত্রী ইরার সঙ্গে ভারতেই আলাপ হয়েছিল ইস্টবেঙ্গল কোচের। সেই সময় তিনি ছিলেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ। মেয়ের জন্মের পর তাঁরা ঠিক করেছিলেন, মেয়ের জন্য ভারতীয় নাম বেছে নেবেন তাঁরা। সেইমতোই নাম রাখেন উমা। উল্লেখ্য, বৃহস্পতিবার শেষ অনুশীলন করেছে ইস্টবেঙ্গল দল। শারদীয় আমেজে বিজয়া দশমী পর্যন্ত ছুটি কাটিয়ে ফের অনুশীলনে যোগ দেবেন লাল-হলুদ ফুটবলাররা।