কলকাতার বুকে একসঙ্গে ফের সক্রিয় ইডি ও সিবিআই। শুক্রবার সকাল থেকেই কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলকাতা, ঝাড়খণ্ডের ২০টিরও বেশি ঠিকানায় তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। তার মধ্যে রয়েছে একাধিক ব্যবসায়ী, ঠিকাদারের বাড়িও। সেই একইদিনে আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ৪ ঠিকানায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। ঝাড়খণ্ডের একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। দীর্ঘদিন ধরেই কয়লা পাচার মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলাতেই শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় হাজির হন ইডি আধিকারিকরা। প্রতিটি ঠিকানায় অফিসাররা পৌঁছে গিয়ে দেখেন অধিকাংশ অফিস ও বাড়ির মূল গেটে তালা বন্ধ। দীর্ঘক্ষণ ধরেই বাইরে অপেক্ষারত অবস্থায় থাকেন অফিসাররা।
একই দিনে ঝাড়খণ্ডের একাধিক ঠিকানায় হানা দেন ইডি অফিসাররা। এই ঠিকানা গুলির মধ্যে রয়েছে বিসিসিএল-এর ঠিকাদার তথা কয়লা ব্যবসায়ী এলবি সিং-এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও। উল্লেখ্য, ঠিকাদার এলবি সিং-এর সংস্থায় এর আগে আয়কর বিভাগ অভিযান চালিয়েছিল। সেই সময় ১০০ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। অতীতে সিবিআই অভিযানে বিসিসিএল-এর কয়লা কারবারি এলবি সিং-কে টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত করা হয়েছিল। সেই মামলা ECIR হিসাবে নথিভুক্ত করার পরেই ইডি আবার এই মামলার তদন্ত শুরু করেছে।





