সল্টলেকে আইপ্যাকের দপ্তরসহ প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার ভোরে ইডির হানা। সূত্রের খবর, কয়লা পাচারের পুরানো একটি মামলায় এই অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দিল্লি থেকে বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আইপ্যাক কোনও বেসরকারি সংস্থা নয়, এটা তৃণমূল কংগ্রেসের আইটি সেল। তাঁর অভিযোগ, আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা, স্ট্র্যাটেজি লিস্টসহ একাধিক নথি হাতিয়ে ভোটের কৌশল ছিনতাই করতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই অভিযান করিয়েছেন অমিত শাহ।
এর আগেও কলকাতা এবং ঝাড়খণ্ডের কয়লা পাচার মামলায় শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। এবার দিল্লির একটি পুরানো মামলায় এদিন সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কয়েকবছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এর পাশাপশি একাধিক ব্যক্তিকেও জেরা করা হয়েছে । শুধু তাই নয়, মামলায় টাকার লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখেন আধিকারিকরা।
সূত্রের খবর, টাকার লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পরে এবং তাঁদের জেরা করেই প্রতীক জৈনের নাম আসে। তারপরই বুধবার রাতে দিল্লির ইডির একটি টিম কলকাতায় চলে আসে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের দপ্তরে চালানো হয় তল্লাশি অভিযান।





