Header AD

প্রার্থী তালিকা চুরি করতে ইডি হানা! ‘ন্যাস্টি হোম মিনিস্টার’ অমিত শাহকে নিশানা মুখ্যমন্ত্রীর

কয়লাকাণ্ডের পুরনো মামলায় হঠাৎ তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সকাল সকাল নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা I-PAC কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে পৌঁছে যান ED আধিকারিকরা। এই অভিযানের মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া, এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সল্টলেকে সংস্থার অফিসেও উপস্থিত হন তদন্তকারীরা। আর সেই খবর পেয়েই প্রতীকের বাড়িতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। খালি হাতে প্রতীকের বাড়িতে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বেরিয়ে আসেন একটি সবুজ ফাইল হাতে নিয়ে। আর সেখান থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সাতসকালে সেক্টর ফাইভে আই প্যাক সংস্থার অফিসে হানা দেয় ইডি। সেই তল্লাশি অভিযান চলাকালীনই লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। প্রতীকের বাড়ি থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী দাবি করেন, তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতেই ইডি অভিযান করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডি হানা করিয়েছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।“ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন। তৃণমূল নেত্রীর সাফ কথা, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।“ মমতার তোপ, “রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে।“ মমতার পাল্টা প্রশ্ন, “আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা। আমি যদি বিজেপি অফিসে হানা দিই।”

যেভাবে মুখ্যমন্ত্রী এদিন প্রতীকের বাড়িতে তল্লাশি চলাকালীন উপস্থিত হলেন, সেই ঘটনার সঙ্গে পাঁচ বছর আগে তথকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশির মিল পেয়েছেন। যদিও এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ধরনার পথে হাঁটেননি। দলের নথি নিয়ে বেরিয়ে যান।