Header AD

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে ইডির সমন যুবরাজ (Yuvraj), উথাপ্পাকে (Utthappa)

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে গতি এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একের পর এক সমন পাচ্ছেন বিভিন্ন সেলিব্রিটি। এবার ইডির (ED) ডাকের তালিকায় নাম উঠল দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ (Yuvraj Singh) ও রবিন উথাপ্পা (Robin Utthappa)। এর আগে সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উথাপ্পাকে আগামী ২২ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যুবরাজকে হাজিরা দিতে বলা হয়েছে তার পরদিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর।

গত কয়েক মাস ধরে অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করছে ইডি। জুলাই মাসে গুগল ও মেটার প্রতিনিধিকে ডেকে পাঠিয়েছিল ইডি। একই অভিযোগে তলব করেছিল তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে। সোমবার  দিল্লিতে ইডি দফতরে মিমি হাজিরা দেন মিমি। প্রায় ৯ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করা হয় তাঁকে। তবে কী জিজ্ঞাসা করা হয়েছে তা নিয়ে কথা বলেননি অভিনেত্রী। মঙ্গলবার হাজিরা দিয়েছেন অঙ্কুশ। বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই একই ধরনের মামলায় ইতিমধ্যে ইডি দফতরে হাজিরা দিয়েছেন রায়না ও  ধাওয়ান। এঁদের মধ্যে ধাওয়ানকে আট ঘণ্টা ধরে জেরা করা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন বাঁ হাতি ওপেনারের বয়ান নথিবদ্ধ করেছেন ইডির তদন্তকারী অফিসারেরা । অভিযুক্ত সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের নথিও খতিয়ে দেখা হয়েছে। তবে এখনও পর্যন্ত যারা ইডি দফতরে হঅ্যাীড়া দিয়েছেন তাঁরা কেউ এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।