“বিজেপি যাদের ভোটে নির্বাচিত হয়েছে আজ বলছে সেই মতুয়া ভাইরা অবৈধ ! সাংসদ-মন্ত্রী শান্তনু ঠাকুর বলছেন ১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাবে। বিধায়ক বলছে নাম বাদ গেলে যাবে। আমাদের বাংলাদেশী বলে। আমরা সকলে অবৈধ আর মোদি বৈধ? মতুয়া ভাইরা অবৈধ? আর অমিত শাহ বৈধ? শান্তনু ঠাকুর বৈধ?” নদীয়ার তাহেরপুরের সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব প্রসঙ্গে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের সভা থেকে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি তুলে স্লোগান দিলেন “হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি – শাহ গদি ছাড়ো”।
এদিনের সভার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নদিয়ায় সভার প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “১৫ দিন আগে এখানেই প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল। আমরা সেই সভাস্থল বেছে নিয়েছি। কারণ সভাস্থল ভরতে গিয়ে নদিয়া-মুর্শিদাবাদ থেকে লোক আনতে নাকানিচোবানি খেতে হয়েছিল। আমরা রানাঘাট সাংগঠনিক জেলা দিয়েই মাঠ ভরিয়ে দিয়েছি। এই ছবি জানান দিচ্ছে আগামী দিনে নদিয়া তৃণমুল ময় হতে চলেছে।” এরপরই তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, ” যারা বাংলাকে মনীষীদের অপমান করে তাদের যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। এরা মানুষকে লাইনে দাঁড় করায়। ১০ বছর আগে নোটবন্দীর নামে লাইনে দাঁড় করিয়েছিল আর এবার এস আই আর (SIR)-এর নামে সেই একই কাজ করছে। এবারের ভোটে ওদের উচিত শিক্ষা দিতে হবে। যে কটা আবর্জনা রয়েছে তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।”
২০১৯ ও ২০২৪ এর নির্বাচনে নদিয়া জেলায় তৃণমূল আশানুরূপ ফল করেনি। সেই কথা উল্লেখ করে ডায়মন্ড হারবারের সাংসদ দাবি করেন, “এরজন্য কিন্তু উন্নয়ন খামতি রাখেনি আমাদের সরকার। নদিয়ায় যেকটা রাস্তা তৈরি হয়েছে সব মমতা বন্দয়পাধ্যায় করেছে। কেন্দ্র করেনি।”
প্রসঙ্গত এদিনের সভা মঞ্চেও তিনি ৩ ‘ভূত’কে হাজির করেন। খসরা ভোটার তালিকায় মৃত ৩ ভোটারকে হাজির করে অভিষেক দাবি করেন, “এদের কমিশন মৃত বলে ঘোষণা করেছে। এদের সবাই দেখতে পাচ্ছে কিন্তু জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। উনি এদের ছু মন্তর করে ভ্যানিশ করে দিয়েছে। এবার ওদেরও ভোট দিয়ে ভ্যানিশ করে দিতে হবে।” সভামঞ্চ থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “এস আই আর করে সাধারণ মানুষকে হেনস্থা করেছে ইসি, মোদি বাবুরা। এর বিরুদ্ধে কমিশনে গিয়েছি। আপনাদের একনায়কতন্ত্র মানব না।”





