Header AD

নিমতলা ঘাটে গঙ্গায় ডুবল আস্ত গাড়ি! আহত ৪, শোরগোল এলাকায়

বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ নিমতলা ঘাটে দুর্ঘটনা! গঙ্গায় তলিয়ে গেল আস্ত একটি চারচাকা গাড়ি। ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে খবর। কী করে গাড়িটি গঙ্গায় গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ। ক্রেন এনে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক অমিত আগারওয়াল তাঁর মাকে নিয়ে নিমতলা মহাশশ্মানের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যান। গঙ্গার ঘাটের সামনে গাড়িটি রেখেছিলেন তিনি। সেই সময় কোনওভাবে গাড়িটি গঙ্গায় পড়ে যায়। পুলিশের অনুমান গাড়িতে হ্যান্ড ব্রেক লাগানো না থাকায় এই দুর্ঘটনা ঘটে। সেই সময় জোয়ারের টানে গাড়িটি মাঝগঙ্গা পর্যন্ত চলে যায়। গাড়ির ভিতরে কেউ না থাকায় বড় কোনও অঘটন ঘটেনি। তবে ঘাটের ধারে শুয়ে থাকা ৪ জন অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে এক মহিলা রয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেখানে গাড়িটি রাখা হয়েছিল সেখানটা ঢালু থাকার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এইখানে এইরকম ঘটনা প্রথম নয়, আগেও অনেক গাড়ি এইভাবে গঙ্গায় ডুবেছে।