Header AD

তিন ঘণ্টাতেও মিলল না সমাধান সূত্র! দিতিপ্রিয়ার সঙ্গে দ্বন্দ্বে ধারাবাহিক ছাড়ছেন জিতু?

নায়ক-নায়িকার দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। সমাধানসূত্র খুঁজে পাওয়ার লক্ষ্যে চলল প্রায় তিন ঘণ্টা বৈঠক। বৈঠকে ছিলেন প্রযোজনা সংস্থার কর্ণধার শ্রীকান্ত মোহতা। কিন্তু তাও মেলেনি কোনও সুরাহা। কিছুক্ষণ পরেই নাকি মিটিং ছেড়ে বেরিয়ে যান নায়ক। তবে কি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকের শুটিং! শুরু হয়েছে জল্পনা।

নায়ক-নায়িকার ‘ব্যাক্তিগত’ অশান্তির জেরে ধারাবাহিকের শ্যুটিং চলা নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খুঁজতেই চেয়েছিল গোটা  বৈঠকের মাঝে হঠাৎই বেরিয়ে গিয়েই নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিতু। যদিও নায়ক, প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।

সূত্র মারফত জানা যাচ্ছে, জিতুর একাধিক অভিযোগ রয়েছে তাঁর সঙ্গে অসহযোগিতা করার বিষয়ে। হাসপাতাল থেকে জিতু ফিরেই শ্যুটিং ফ্লোরে চলে যান। কিন্তু তা নিয়ে নাকি ফ্লোরের কেউই সেভাবে চিন্তিত নন। সেটে জিতু আগে পৌঁছে গেলেও দিতিপ্রিয়া নাকি আসেন বেশ অনেকটা দেরিতে। এমনকী জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাতেও আপত্তি দিতিপ্রিয়ার। এরপরই নাকি গন্ডগোল চরম আকার ধারন করে। পড়ে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা পোস্ট করেন জিতু। সেই পোস্টের পর দিতিপ্রিয়ার উপর বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ।