আজ সোমবার কালীপুজো। মন্দির থেকে মণ্ডপ সর্বত্র মৃন্ময়ী মা সেজে উঠবেন নানা অলংকারে। কালীপুজোয় অনেক বাড়িতেই মা কালীকে সাজিয়ে তোলা হয় রুপো ও সোনার অলংকারে। পাশাপাশি কলকাতার কিছু বারওয়ারির পুজোতেও প্রতিমাকে সুসজ্জিত করা হয় সোনা এবং রুপোর গয়নায়। এই বছর কলকাতার মোট 48টি মণ্ডপে মায়ের গয়না রক্ষার ভার কলকাতা পুলিশের। রাইফেলধারী পুলিশ কর্মী ও আধিকারিকরা মায়ের গয়না রক্ষা করবেন। বেশ কয়েকটি জায়গায় প্রতিমার গয়নার পরিমাণ কম থাকলে পুজো কমিটির সদস্যরা নিজেরাই ব্যবস্থাপনা করেন নিরাপত্তারক্ষী মোতায়নের।
লালবাজার সূত্রে খবর, যে ৪৮টি মণ্ডপ নিরাপত্তার জন্য নির্বাচন করা হয়েছে সেই মণ্ডপগুলির প্রতিমার গয়নার পরিমাণ বেশি। তাই গয়নার পরিমাণ উল্লেখ করে পুজো কমিটির সদস্যরা পুলিশের কাছ থেকে গয়নার সুরক্ষার জন্য সাহায্য চান। ইতিমধ্যেই সেই আবেদনে সবুজ সংকেত দিয়ে সোমবার থেকেই মণ্ডপগুলিতে বসেছে পুলিশি পাহারা। পুজো শুরু হওয়া থেকে বিসর্জন যতক্ষণ না পর্যন্ত গয়না প্রতিমার মূর্তি থেকে খোলা হচ্ছে, ততক্ষণ তিনটি শিফটে মণ্ডপগুলিতে নিরাপত্তার দায়িত্ব নেবেন দুজন করে রাইফেলধারী কনস্টেবল। এছাড়াও তাঁদের মধ্যে কয়েকজন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্যও থাকবেন।
উল্লেখ্য, বেশ কয়েকটি পূজো মণ্ডপে থাকবেন অতিরিক্ত একজন করে আ্যসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরও। অনেক মণ্ডপে বসানো হচ্ছে গেট। পুজো কমিটির সদস্যরা নিজেরাও করবেন নজরদারি। এছাড়াও বেশ কিছু পুজো কর্তৃপক্ষ বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করছেন।
পুলিশ সূত্রে খবর, ৪৮ টি মণ্ডপের তালিকায় উত্তর কলকাতার রয়েছে ১৯ টি মণ্ডপ। এই ১৯ টি মণ্ডপ রয়েছে চিৎপুর,কাশিপুর, বড়তলা,সিথি, আমহার্স্ট স্ট্রিট, টালা, শ্যামপুকুর ও জোড়া বাগান এলাকায়। দক্ষিণ কলকাতায় রয়েছে আলিপুর, নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ এলাকার আটটি মণ্ডপ। মধ্য কলকাতায় পাহারা থাকছে মুচিপাড়া, তালতলা,পোস্তা এবং গিরিশ পার্কের মোট সাতটি মণ্ডপে। প্রসঙ্গত তালতলায় রয়েছে তিনটি মণ্ডপ।পূর্ব কলকাতার ট্যাংরা, এন্টালিতেও পাঁচটি মণ্ডপে বসেছে পাহারা।
দক্ষিণ পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকার পাঁচটি মণ্ডপে পাহারা বসানো হয়েছে। পশ্চিম বন্দর এলাকার কেবল একটি কালীপুজো মণ্ডপের গয়না সুরক্ষার জন্য থাকছে পুলিশি পাহারা। এছাড়াও দক্ষিণ শহরতলির যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরের তিনটি মণ্ডপে থাকবে পাহারা।





