বছরের শেষ দিনে শহরে হত্যাকাণ্ড! পার্ক স্ট্রিটে প্রৌঢ় দাদাকে খুনের অভিযোগ উঠল তাঁরই ভাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম নীরজ জয়সওয়াল। ৫৫ বছর বয়সি ওই প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠেছে ভাই ধীরজ জয়সওয়ালের বিরুদ্ধে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে। জয়সওয়ালেরা তিন ভাই। ছোট ভাই অসুস্থ। তিনি অভিযুক্ত ধীরজের সঙ্গে পার্ক স্ট্রিটের বাড়িতেই থাকেন। বড় ভাই নীরজ থাকতেন চালতাবাগান এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়েছিলেন নীরজ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সম্ভবত অসুস্থ ভাইকে দেখতেই সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু অভিযুক্তের সন্দেহ হয়, তিনি সম্পত্তির ভাগ নিয়ে কথাবার্তা বলতে এসেছেন। সেই থেকেই বচসার সূত্রপাত।
দুই ভাইয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। ধাক্কাধাক্কিতে ইটের উপরে গিয়ে পড়ে নীরজের মাথা। রক্তাক্ত অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পরে পার্ক স্ট্রিট থানায় ধীরজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে। অভিযোগের ভিত্তিতেই ধীরজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধীরজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দলও। সাময়িক বচসার জেরেই এই খুন নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।





