Header AD

ভিনজাতের প্রেমিককে খুন তরুণীর পরিবারের! শেষকৃত্যে মৃত তরুণকে বিয়ে করে খুনিদের মৃত্যুদণ্ড চাইলেন প্রেমিকা

মৃত প্রেমিককেই বিয়ে করলেন তরুণী। ভিনজাতে প্রেম করার ‘অপরাধে’ তরুণকে পিটিয়ে খুন করেছিল প্রেমিকার পরিবার। মৃত প্রেমিকের শেষকৃত্যে গিয়ে রীতিমতো হলুদ মাখিয়ে, সিঁদুর পরে বিয়ে করেছেন শোকাহত ওই তরুণী। এছাড়াও প্রেমিকের খুনিদের (বাবা-দাদাদের) মৃত্যুদণ্ডও দাবি করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেড়ে।

সক্ষম তাতে নামে ২০ বছরের এক নিম্নবর্ণের তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল আঁচল নামে এক তরুণীর। আঁচলের দাদার বন্ধু ছিলেন সক্ষম। ফলে আঁচলদের বাড়িতে ছিল তাঁর নিত্য যাতায়াত। সেই সূত্রেই আলাপ। ক্রমে তা গড়ায় পরিণয়ে। তিন বছর এই ভাবে চলার পর বিষয়টি জেনে ফেলে তরুণীর পরিবার। তখন থেকেই এই সম্পর্ক ভাঙার জন্য তরুণীকে চাপ দিতে শুরু করেন বাবা-দাদারা। কিন্তু মারধর, শাসানি, হুমকি সত্ত্বেও পিছিয়ে যাননি আঁচল। স্পষ্টভাবে জানিয়ে দেন, সক্ষমকেই বিয়ে করবেন। এরপরেই মেয়ের প্রেমিককে খুনের পরিকল্পনা করে আঁচলের পরিবার।

সূত্রের খবর, বৃহস্পতিবার সক্ষমকে ডেকে পাঠান আঁচলের বাবা ও দাদারা। সেখানে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তরুণের মাথায় গুলি করে পাথর দিয়ে তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সক্ষমের। এরপর সোজা প্রেমিকের শেষকৃত্যে গিয়ে উপস্থিত হন আঁচল। মৃতদেহে হলুদ মাখিয়ে, নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে নেন তরুণী। পণ করেন, সারা জীবন সক্ষমের স্ত্রী হিসাবে শ্বশুরবাড়িতেই থাকবেন তিনি।

 এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় দায়ের করা হয়েছে মামলা। ইতিমধ্যেই এই ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আর কেউ জড়িত আছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।