Header AD

গুলশন কলোনিতে রংয়ের গুদামে আগুন! দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকলের ৮ ইঞ্জিন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড আনন্দপুরের গুলশন কলোনিতে। প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ । দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় ঘণ্টা দেড়েক পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে রঙের গুদাম। এছাড়াও ওই গুদাম সংলগ্ন একটি নির্মীয়মাণ আবাসনের দেওয়ালও আগুনে কালো হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

সূত্রের খবর, শুক্রবার সকাল ১০টা নাগাদ হঠাৎ গুলশন কলোনির একটি ফ্ল্যাটের নীচের রঙের গোডাউনে আগুন জ্বলতে দেখা যায়। চোখের নিমেষে  আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় গোটা গুদাম। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ার আস্তরণে। গুদামে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।

রংয়ের গুদামের উপরে একটি আবাসন থাকায় আগুন লাগার পরই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। তবে গুদামে থাকা সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনে। কীভাবে ঘটলে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল কর্মীরা। এর আগেও বহুবার আনন্দপুরের গুলশন কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। গত আগস্টে ঠিক একইভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল একটি কারখানা । তবে অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল পৌঁছতে পারেনি সেখানে। যার কারণে ক্ষুব্ধ হন স্থানীয়রা।