মায়ের চোখের জল কি কোনও সন্তান সহ্য করতে পারে! দীর্ঘ দিন ধরে অসুস্থ ছেলেকে সুস্থ করার লড়াই চালিয়ে যাচ্ছেন এক মা। এবার সেই মায়ের চোখের জল মোছাতে তাঁর লড়াইয়ে পাশে এসে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অসুস্থ সন্তানের চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি দিলেন পাশে থাকার আশ্বাস।
মহেশতলার ‘সেবাশ্রয় ২’ শিবিরে সোমবার সকাল সকাল অসুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন এক মহিলা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে জানালেন নিজের অসহায়তার কথা। বছরের পর বছর তাঁর ছেলেকে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করতে দেখার যন্ত্রণার কথাও শোনালেন সাংসদকে। সেই অসহায় মায়ের চোখের জল মুছিয়ে সেবাশ্রয় প্রকল্পে তাঁর ছেলের সুচিকিৎসার ব্যবস্থা করে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই অসহায় মুহূর্তে সেই মাকে সহমর্মিতায় জড়িয়ে ধরেন সাংসদ এবং আশ্বাস দেন—তাঁর ছেলেকে সম্পূর্ণ সুস্থ করতে সবরকমের প্রচেষ্টা করবে টিম সেবাশ্রয়। সঙ্গে সঙ্গে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকের তিনি নির্দেশ দেন যাতে যুবককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখা হয়।
প্রসঙ্গত, সমাজের প্রতিটি প্রান্তিক মানুষের কাছে সহমর্মিতা, তৎপরতা এবং সম্মানের সঙ্গে নিখরচায় বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সেবাশ্রয় প্রকল্পের লক্ষ্য। প্রথমবারের ব্যাপক সাফল্যের পর সোমবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলায় ‘সেবাশ্রয় ২’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা কেন্দ্রে আগামী জানুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে এই ক্যাম্প।





