বাংলায় দ্রুত ১০০ দিনের কাজ শুরুর কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (High Court)। এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বকেয়া টাকা নিয়ে হলফনামা আদানপ্রদান জন্য একমাস সময় দিয়েছে আদালত। জানা গিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে একমাস পরে । এই নির্দেশে আদালতে ফের মুখ পুড়ল কেন্দ্রের বিজেপি সরকারের।
প্রসঙ্গত, রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টে। কোনও কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য বন্ধ রাখা যায় না বলে মন্তব্য করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। শীর্ষ আদালতে মামলাটি ওঠে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানি শেষে ১০০ দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার সেই সংক্রান্ত মামালার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সেই শুনানিতে কেন্দ্রকে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এ কথা জানিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। এই নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একাধিকবার সোচ্চার হয়েছে। শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে বহু প্রতিবাদ করেছে তৃণমূল। এমনকী দিল্লির দরবারে গিয়েও দাবি পেশ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। অবশেষে সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট নির্দেশে সেই সমস্যা মেটে কিনা এখন সেটাই দেখার।





