Header AD

তৃণমূলের মামলার নিষ্পত্তি হাই কোর্টে, বৃহস্পতিবার সুপ্রিম শুনানি পর্যন্ত মুলতুবি ইডির মামলা

কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি অভিযানের ঘটনায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামালার শুনানি ছিল বুধবার। শুনানির পর তৃণমূলের (TMC) মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি ঘোষ। ইডির (ED) মামলা আপাতত মুলতুবি রাখা হয়েছে।

বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গত শুক্রবার জোড়া মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আদালতকক্ষে বিশৃঙ্খলার কারণে ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতুবি করে দেওয়া হয়। পরে ইডি এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। বুধবার হাই কোর্টে ফের মামলা দু’টির শুনানি ছিল। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে ছিলেন ইডির আইনজীবী এসভি রাজু। তৃণমূলের তরফে মামলা লড়েছেন আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি হাই কোর্টে শুনানির পক্ষেই সওয়াল করেছেন। তিনি বলেন, ‘‘আমি আশ্চর্য যে ইডি নিজেদের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। তৃণমূল কোনও ক্যাভিয়েট দাখিল করেনি সুপ্রিম কোর্টে। ইডির এই দাবি সম্পূর্ণ ভুল। আমরা সুপ্রিম কোর্টের মামলায় যুক্ত নই।’’

গত ৮ জানুয়ারি সল্টলেক সেক্টর ফাইভে রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে বেআইনি কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্ট্ররেট (ED)। এই ঘটনায় ইডি এবং তৃণমূল পৃথক ভাবে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। ইডির বক্তব্য ছিল, সাংবিধানিক ক্ষমতায় অপব্যবহার করে মুখ্যমন্ত্রী নথি কেড়ে নিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করে তৃণমূলও। রাজ্যের শাসক দলের দাবি ছিল, ইডি তাদের দলের গুরুত্বপূর্ণ, সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেছে। ভোটের আগে ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বুধবার আইপ্যাক নিয়ে তৃণমূল কংগ্রেসের করা মামলাটির নিষ্পত্তি করে দিল হাই কোর্ট। কিন্তু বুধবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় সংস্থা কোনও নথি বাজেয়াপ্তই করেনি। তাই তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করা হল। অন্যদিকে, আইপ্যাক নিয়ে ইডি যে মামলাটি করেছে, আপাতত তার শুনানি মুলতুবি করল কলকাতা হাই কোর্ট। আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে। সেই মামলার অগ্রগতি দেখার পর আবার হাই কোর্ট ইডির মামলা শুনবে। ততদিন কেন্দ্রীয় সংস্থার করা মামলা মুলতুবি থাকবে বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি।