Header AD

নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবীর! একই নামে একাধিক প্রার্থী দিয়ে চমকের চেষ্টা

সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়ার মাঠের সভা থেকে নিজের নতুন দল ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। ২৬ এর বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। হুমায়ুন নিজে রেজিনগর এবং বেলডাঙা কেন্দ্র থেকে লড়াই করবেন বলে জানিয়েছেন। দুই কেন্দ্র থেকে জয় পাবেন বলেই আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা।

গত কয়েকদিন আগেই বেলডাঙায় বারবি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। এরপর পূর্বঘোষণা মতো আজ সোমবার নিজের দল ঘোষণা করলেন তিনি। দলের নাম ঘোষণার আগে রবিবার দুপুরে সভার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন ভরতপুরের বিধায়ক। নতুন দল ঘোষণার আগে ফেসবুক পোস্টে মালদহ, নদিয়া, দুই দিনাজপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষকে রাজনৈতিক দলের সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। এদিনের সভায় ছিলেন আসাউদ্দিন ওয়েইসির মিম সমর্থকরাও। তবে আসল চমক অন্যত্র। এদিন হুমায়ুন জানান, আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে ‘জনতা উন্নয়ন পার্টি’র হয়ে আরও বেশ কয়েকজন হুমায়ুন কবীর লড়াই করবেন। তাঁর কথায়, রানিনগর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরও এক হুমায়ুন কবীর। যিনি পেশায় চিকিৎসক। ১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। কিন্তু জয় ছিনিয়ে আনতে পারেননি। আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে ‘হুমায়ুন কবীরে’র সঙ্গে লড়াই করতে হবে শাসক-বিরোধী প্রার্থীদের। ‘জনতা উন্নয়ন পার্টি’র তালিকায় রয়েছেন এক হিন্দু প্রার্থীও। 

উল্লেখ্য,  হুমায়ুনকে দল থেকে আজীবনের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। প্রথমে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বললেও পরে  সিদ্ধান্ত বদল করে হুমায়ুন সাফ জানান, কোনওভাবেই বিধায়ক পদ ছাড়বেন না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শাসক-বিরোধী উভয়পক্ষ রণনীতি তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েছে। তারই মাঝে হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই দল আদৌ ভোটবাক্সে কোনও প্রভাব ফেলতে পারে নাকি তার উত্তর দেবে সময়।