“তৃণমূল আমাদের হৃদয়। সেই হৃদয়কে আমরা বিক্রি করতে দেব না। লড়তে হবে। লড়ে ওদের ক্লান্ত করে দিতে হবে। ওরা থাকুক দেওয়ালে, তৃণমূলকে রাখুন খেয়ালে। বাংলা জিতলে দিল্লি কেড়ে নেব।” বিএলএ-দের নিয়ে বৈঠক থেকে এবার দিল্লি দখলের হুঙ্কার দিলেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি হুঁশিয়ারির সুরে বলেন “বাংলাকে অসম্মান করতে গিয়ে নিজেরাই পিছু হঠবে। কেউ বিজেপিকে ভোট দেবেন না। বাংলায় কোনও সিএএ ক্যাম্প হবে না। কমিশনের ম্যাপিংটাই ভুল। এসআইআর আপনাদের টোটাল ব্লান্ডার।” SIR আবহে এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি “বিজেপি বাংলাকে জব্দ করতে চাইছে, ওদের স্তব্ধ করব।”
SIR-এর খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে । সেই তালিকায় কাদের নাম উঠল না, তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার জন্য দলকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে বিএলএ ও বিএলএ-২ হিসাবে যারা নিযুক্ত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের নিয়ে বৈঠক করলেন দলনেত্রী। সেখানেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন । অপরিকল্পিত এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কমিশনকে তোপ দেগে তিনি বলেন, “নির্বাচনের ২ মাস আগে ডেলিবারেট অ্যাটেম্পট। মানুষের অধিকার কেড়ে নিতে চায়। অটোক্রেসি চলছে। মতুয়া, তফসিলি, আদিবাসীদের ভোট থাকবে না। ৪৬ জন মারা গিয়েছেন। তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দু।” এরপরই তিনি কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দেগে বলেন, সব এজেন্সিকে বিজেপির দালালে পরিণত করা হয়েছে। বিজেপিকমিশন তৈরি করা হয়েছে। গায়ের জোরে দুবছরের কাজ দুমাসে করা হচ্ছে। ” তিনি প্রশ্ন তোলেন, BLO-কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কমিশন রোজ নির্দেশিকা বদল করছে। অ্যাপ পরিবর্তণের ফলে কাজে অসুবিধা । BLO-দের দোষ নয়।” তিনি অভিযোগ করেন, “ওরা দেড় কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। রাজ্যকে না জানিয়ে অবজার্ভার, মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে।”
এদিনের সভা থেকে এসআইআর প্রসঙ্গে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিশানা করে গর্জে ওঠেন তৃণমূল নেত্রী। বলেন, “স্বৈরাচারী, দুরাচারী হোম মিনিস্টার, এই রকম হোমমিনিস্টার কখনও দেখিনি। কোন পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করেন হোমমিনিস্টার।”
এদিনের সভা থেকে SIR পরবর্তী সময়ে সাধারণ মানুষের সাহায্যের জন্য BLA1 ও BLA2-দের স্পষ্ট বার্তা দিয়ে কাজের দায়িত্ব ভাগ করে দেন তিনি।





