Header AD

‘ক্ষমতায় এলেই চা শ্রমিকদের দৈনিক মজুরি বেড়ে হবে ৩০০ !’ আলিপুরদুয়ারে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল ক্ষমতায় এলেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ থেকে বেড়ে হবে ৩০০ টাকা! উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শনিবার আলিপুরদুয়ারে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির দ্বিতীয় সভা থেকে এই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি ঘোষণা করেন, “আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার হলে আমার কাছে প্রথমেই গুরুত্ব পাবে আলিপুরদুয়ার। চা বাগানে ৩০০ টাকা দৈনিক মজুরি করার চেষ্টা করব।” শুধু তাই নয়, এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এদিন সভার মাঝে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন অভিষেক। সেখানে তাঁকে চা শ্রমিকদের মজুরি নিয়ে একজন প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে সাংসদ বলেন, “২০১১ সালে আমাদের সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় ৬৭ টাকা দৈনিক মজুরি ছিল চা শ্রমিকদের। অনেক লড়াই করেছি। ২৫০ টাকা হয়েছে। এর আগে যখন এসেছিলাম ২৩২ টাকা ছিল।” এরপরই তিনি প্রতিশ্রুতি দেন ” আমি কথা দিচ্ছি তৃণমূল চতুর্থবার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে চা বাগানের শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক বাড়ানোর জন্য ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে। সেখানে বাগানের মালিক, সরকার পক্ষের লোক আর ট্রেড ইউনিয়নের নেতারা অংশ নেবেন। সেই মিটিংয়ের সাত দিনের মধ্যে পারিশ্রমিক বাড়ানো হবে।”

এদিন আলিপুরদুয়ারের সভা থেকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। বন্ধ চা বাগান খোলাতে পারেনি। ওরা চা বাগানের শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। ওরা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না। শুধু ভোটের সময় ভোট চাইতে আসে। আমরা কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র।”আমরা মিথ্যে বলি না। কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র।” এই বিষয়ে বিজেপি সাংসদকেও আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দুটোই এক।”