Header AD

দুবাইয়ের ‘এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস! নিহত পাইলট

দুবাইয়ে ‘এয়ার শো’-এ প্রদর্শনী চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস (Tejas)। ভারতীয় সময় শুক্রবার দুপুর ৩টে ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

শুক্রবারের দুর্ঘটনার পরে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সোশ্যাল মিডিয়ায় ওই বিবৃতিতে বায়ুসেনা জানিয়েছে, দুবাইয়ে ‘এয়ার শো’ চলাকালীন ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে বায়ুসেনা। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (HAL)-এর তৈরি যুদ্ধবিমান তেজস দুবাইয়ে ‘এয়ার শো’-এ অংশ নিয়েছিল। উপস্থিত জনতার জন্য প্রদর্শনীমূলক ভাবে উড়ছিল বিমানটি। সেই সময়েই ভেঙে পড়ে । রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।

উল্লেখ্য, ইতিপূর্বেও তেজস দুর্ঘটনার কবলে পড়েছে। এই নিয়ে দ্বিতীয় বার দুর্ঘটনার কবলে পড়ল এই যুদ্ধবিমান। গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল একটি তেজস। ওই সময় অবশ্য পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন । এ বার ফের দুবাইয়ে প্রদর্শনী চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ল তেজস। তবে এ বার দুর্ঘটনায় প্রাণ হারালেন পাইলট।