Header AD

শনিবারেও ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত, দুর্ভোগে যাত্রীরা! কর্তৃপক্ষের সাফাই “ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি”

ইন্ডিগোর বিমান বিভ্রাটকে কেন্দ্র করে  কার্যত বিধ্বস্ত যাত্রীরা। বিমানবন্দরে কাটাতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। বাতিল হচ্ছে একের পর এক উড়ান। ইতিমধ্যেই এই নিয়ে অভিযোগ পৌঁছেছে সুপ্রিম কোর্টের কাছে। এই আবহে দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে  পরিষেবা। যদিও শনিবারও ধরা পরল যাত্রী দুর্ভোগের সেই একই ছবি।

উল্লেখ্য, শুক্রবার একহাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৫০। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বহু যাত্রী। এই বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা। সূত্রের খবর, শনিবার সকালে কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে তিনটি আন্তর্জাতিক ও তিনটি ডমেস্টিক উড়ান বাতিল হয়েছে । অপরদিকে আহমেদাবাদ বিমানবন্দরে শনিবার মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যেই বাতিল হয়েছে প্রায় ১৯টি উড়ান। চেন্নাই বিমানবন্দরেও সকাল ৯টা পর্যন্ত বাতিল উড়ানের সংখ্যা ২৯।

শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিগোর বিমান পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে। সংক্ষিপ্ত বিঘ্নের পর স্বাভাবিক অবস্থায় ফিরছে পরিষেবা। বাড়ি থেকে বের হওয়ার আগে অনুগ্রহ করে আপনার বুকিং এবং উড়ানের অবস্থা পরীক্ষা করুন।’