ইন্ডিগোর বিমান বিভ্রাটের পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। এখনও অচলাবস্থা অব্যাহত। ৯৫ শতাংশ পরিষেবা স্বাভাবিক বলে বিমানসংস্থার তরফে দাবি করা হলেও বুধবার বাতিল করা হয় ইন্ডিগোর একাধিক বিমান। টানা সাতদিনেরও বেশি সময় ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এই অবস্থায় এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী কে রামমোহন নায়ডু। তিনি বলেন, “সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে। কাউকে রেয়াত করা হবে। প্রয়োজনে বিমানসংস্থার সিইওকে বরখাস্ত করতেও পিছপা হব না। গত সাত দিন ধরে, আমি ঠিক মতো ঘুমতে পারিনি। একাধিক বৈঠক করেছি। ইন্ডিগোর এই বিপর্যয়ে আমি ক্ষমাপ্রার্থী।”
সূত্রের খবর, বুধবার আগরতলা থেকে বাতিল করা হয়েছে ইন্ডিগোর পাঁচটি বিমান।পাশাপাশি দেশের অন্যান্য জায়গা থেকেও বাতিল করা হয়েছে একাধিক বিমান। মঙ্গলবারই ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। দেশের বৃহত্তম বিমানসংস্থার পরিষেবা প্রায় ১০ শতাংশ ছাঁটা হয়েছে। দিনে ইন্ডিগোর উড়ানের সংখ্যা ২ হাজার ২০০টি। যা ১০ শতাংশ উড়ান কমার অর্থ দিন প্রতি ২০০টি উড়ান বাদ যাওয়া। এর পাশাপাশি বিমানসংস্থার সিইও পিটার এলবার্সকে কেও এদিন নতুন করে সমন পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তবে সূত্রের খবর বিমান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় কোনও জরিমানা বসানো হতে পারে। শাস্তি পেতে পারেন আধিকারিকরাও।





