অপুষ্টির বিরুদ্ধে অভিনব পদক্ষেপ নিল কৃষ্ণনগর পুলিশ জেলা। নদীয়া জেলার প্রত্যন্ত গ্রাম। ক্ষুধা, অপুষ্টির বিরুদ্ধে লড়াই সেখানে নিত্যদিনের সঙ্গী। সেই লড়াইয়ে এবার সামিল হল কৃষ্ণনগর পুলিশ জেলা। ওই জেলার বিভিন্ন থানা এলাকায় পিছিয়ে পাড়া গ্রাম চিহ্নিত করে চিকিৎসকদের সহযোগিতায় সুস্বাস্থ্য শিবির করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তত্ত্বাবধানে থাকছেন পুলিশ সুপার অমরনাথ কে। আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ প্রমুখ। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে রাজ্য পুলিশ।
সেখানে জানানো হয়েছে, ইতিমধ্যেই পলাশিপাড়া, করিমপুর এবং থানারপাড়া থানা এলাকায় এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে চিকিৎসকদের মতামত অনুসারে অপুষ্টির শিকার প্রায় ১৫০ জন গ্রামবাসীর দেখভালের দায়িত্ব নিয়েছে পুলিশ। পরবর্তীতে আরও অনেক গ্রামে অনুষ্ঠিত হবে এই সুস্বাস্থ্য শিবির।
ঠিক কীভাবে এগোবে এই উদ্যোগ? গ্রামে গ্রামে নির্বাচিত কিছু দুঃস্থ মানুষের কাছে সারাবছর পুষ্টিজনিত খাবার পোঁছে দেবে পুলিশ। বিশেষ নজর থাকবে গর্ভবতী মা, সদ্যোজাত শিশু এবং বয়স্কদেরকে উপর। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া কিছু পরিবারকে সুস্বাস্থ্য কার্ডও দেওয়া হবে, লেখা থাকবে পুষ্টিজনিত খাবার সংক্রান্ত সমস্ত তথ্য। সেই খাবার পুলিশের তরফ থেকে ওই গ্রামবাসীর বাড়িতেই পোঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, চিকিৎসক যদি কোনও গ্রামবাসীকে ওষুধ খাওয়ার পরামর্শ দেন, তার ব্যবস্থাও পুলিশের তরফ থেকে করা হবে জানানো হয়েছে।
এছাড়াও প্রতিটি গ্রামে একজন দুঃস্থ ব্যক্তিকে বেছে নেওয়া হবে, যাঁর ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেবে স্থানীয় পুলিশ প্রশাসন। তাঁকে পুষ্টিজনক খাদ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় বস্ত্র প্রদান করা হবে। এমনকী তাঁর সন্তানের যদি পড়াশোনার জন্য সাহায্যের দরকার পড়ে, সে ব্যবস্থাও করবে পুলিশ।





