Header AD

রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন সান্যাল, আপনারা বাংলা নিয়ে কী কাজ করবেন? অমিত শাহকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“অনুপ্রবেশ নিয়ে কথা বলেছেন? ছ’বছর ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি- অনুপ্রবেশ আটকাতে তিনি ও তাঁর সরকার কী ভূমিকা পালন করেছে? দেশের সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ” অনুপেবেশ ইস্যুতে অমিত শাহকে এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানমন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহকে নিশানা করে প্রশ্ন তোলেন, “যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, তাঁরা কীভাবে বাংলা নিয়ে কাজ করবেন?”

বুধবার এস আই আর ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার দিল্লি উড়ে গেলেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “আপনারা তো পরিযায়ী পাখির মতো আসেন। খালি নির্বাচনের সময় না এসে প্রতি মাসে বাংলায় আসুন।” এরপরই তাঁর কটাক্ষ “প্রতিবার একই চিত্রনাট্য থাকে, একই রেকর্ড বাজান।” সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন আপনার দলের সাংসদ অনন্ত মহারাজ বলছেন, অমিত শাহ সবথেকে বড় অনুপ্রবেশকারী। আপনার দলের আরেক সাংসদ জগন্নাথ সরকার বলছেন, দুই বাংলার মধ্যে বর্ডার বলে কিছু থাকবে না। আর সেই বর্ডার সুরক্ষিত করার কথা বলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। আপনার দলের সাংসদদের এই বক্তব্যের জন্য শোকজ করা হয়েছে কি? আপনি তো ছ’বছর ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ রোখার জন্য আপনি কী ব্যবস্থা নিয়েছেন? আপনি তো দেশের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী।কেন আপনি পদত্যাগ করবেন না?”

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন শাহ। তার পরিপ্রেক্ষিতেই শাহকে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।