Header AD

পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল ,নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল। শুক্রবার এই নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট । ছুটি চলাকালীন বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে  না পারে তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হল। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়ে জারি করা হল এই বিজ্ঞপ্তি ।

হাই কোর্টের তরফে জানানো হয়েছে , পুজোর ছুটির পর  রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দু’পক্ষের বিশ্বস্ত আধিকারিকেরা বসে নিরাপত্তা-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। সিসি ক্যামেরা বসানো-সহ অন্য বিষয়গুলি নিয়েও ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরেই পরবর্তী শুনানিতে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছে উচ্চ আদালত। হাই কোর্ট জানিয়েছে, পুজোর ছুটির পরে আবার তালা খোলা যাবে হস্টেলের।

বিগত কয়েকবছরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সম্প্রতি যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় দুই পড়ুয়া জখম হন। তাঁদের এক জন চোখে আঘাত পান। অন্য জন চোট পান পায়ে। তার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।সেই মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতেই পুজোর ছুটিতে হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।