অবশেষে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে ফিরছেন জিতু কমল। আরও একবার প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় মিটমাট হল সমস্ত ভুল বোঝাবুঝির। কলটাইম পেয়ে ধারাবাহিকের শুটিংয়ে ফিরছেন অভিনেতা । রাতারাতি এই ঘোষণায় চওড়া হাসি তাঁর অনুরাগীদের মুখে।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়ক বদল হচ্ছে না। জিতু কমলকেই দেখা যাবে আর্যর সিংহ রায়ের চরিত্রে। টিআরপির ফলপ্রকাশের পরই বৃহস্পতিবার মধ্যরাতে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জানান, “শুধুমাত্র কলাকুশলী এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ফিরতে বাধ্য হলাম।” জিতুর কথায়, “২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি। ২০০৮ থেকে আজ ২০২৫ সালের শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুকু নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি, তার ৮০ শতাংশ কৃতীত্ব আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। বাড়িয়ে বলছি না, বা বিনয় দেখাচ্ছি না। সেটা আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন।”এর পরই অভিনেতা লিখেছেন, “আশা রাখি, আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না।” দর্শকের প্রতি তাঁর আশ্বাস, “আবার সুন্দর ভাবে আপনাদের মনোরঞ্জন করব বলে প্রতিশ্রুতিবদ্ধ হলাম।”
উল্লেখ্য, ধারাবাহিকের শুরুতে সদ্ভাব ছিল জিতু ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে। তাঁদের অভিনয়, তাঁদের রসায়ন ছাপ ফেলেছিল পর্দাতেও। কয়েক মাস আগে প্রথম গোলযোগের সূত্রপাত ঘটে। নিজেদের নির্দোষ প্রমাণ করতে গিয়ে নায়ক-নায়িকা প্রকাশ্যে আনেন ব্যক্তিগত বার্তালাপও। সে সময়েও উভয়কে থামাতে এগিয়ে এসেছিল প্রযোজনা সংস্থা। তখনও জিতু-দিতিপ্রিয়া জানিয়েছিলেন, তাঁরা তিক্ততা মনে রাখবেন না। কাজও শুরু করেছিলেন তাঁরা। এরপর ফের দুই অভিনেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দিতিপ্রিয়া জিতুর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন বলে খবর। নায়ক-নায়িকার দ্বন্দ্বে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। শোনা গিয়েছিল, বৈঠক করেও নাকি মেটানো যায়নি জিতু ও দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্ব। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এদিনের বৈঠকের মাঝেই নাকি হঠাৎই বেরিয়ে যান জিতু। আগামীতে ধারাবাহিকের ভবিষ্যৎ কী? তা নিয়ে প্রশ্ন জেগেছিল সকলের মনেই। এমতাবস্থায় নায়ক বদলের কথাও শোনা যায়। গুঞ্জন ওঠে, সংশ্লিষ্ট চরিত্রে জিতুর পরিবর্তে রণজয় বিষ্ণু বা সাহেব ভট্টাচার্যকে দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার টিআরপির ফলপ্রকাশ হতেই জিতু কমল জানালেন, আর্যর চরিত্রে তিনিই থাকছেন।





