মাত্র ৮ মাস আগেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। তারপর থেকে এই আট মাসে পুণ্যার্থীর সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করতে চলেছে। এবার পুরীর জগন্নাথধামের আদলে দিঘার মন্দিরেও ধ্বজাসেবার বা দানের সুযোগ পাবেন ভক্তরা।
উল্লেখ্য, পুরীর মন্দিরের মাথায় ধ্বজা দান করেন ভক্তেরা। বিশেষ বিশেষ দিনে কোনও ভক্তের দেওয়া ধ্বজা মন্দিরের চূড়ায় বেঁধে দেওয়া হয়। তার জন্য নিলামও হয়। দিঘায় এখনই সেই নিলাম শুরু না-হলেও ধ্বজা সেবার বন্দোবস্ত করেছেন কর্তৃপক্ষ। বিশেষ একটি নম্বরে ফোন করে ধ্বজা ওড়ানোর দিন অগ্রিম ‘বুক’ করতে হবে। নম্বরটি হল: ৭৩৬৩০৮৩৮৪২। ওই নম্বরে ফোন করে ধ্বজা ওড়ানোর দিনক্ষণ স্থির করতে পারবেন পুণ্যার্থীরা। সংশ্লিষ্ট নম্বরে ফোন করেই দিনমাহাত্ম্যে ধ্বজার মূল্যের বিষয়ে বিশদে জানা যাবে।
প্রতিদিন নিয়ম করে বিকাল ৪টে নাগাদ পুরীর মন্দিরের সেবায়েতরা ধ্বজা বাঁধেন মন্দিরের চূড়ায়। পুরীর মন্দিরে ধ্বজা ওড়ানো একটি দ্রষ্টব্য বিষয়। পালা করে সেবায়েতরা সামনের দিকে মুখ করে মন্দিরের কাঠামোয় পিছন দিয়ে হাতের উপর ভর দিয়ে মন্দিরের চূড়ায় ওঠেন। তার পরে ধ্বজা বাঁধা হয় মন্দিরের চূড়ায়। সেই ধারা অনুসরণ করে একই ভাবে দিঘার মন্দিরেও ধ্বজা উত্তোলন করা হয়। এই ধ্বজা ওড়ানো দেখেত ক্রমেই ভক্তদের ভিড় বাড়ছে। এবার ‘ধ্বজাসেবা’র সুবিধায় আরও ভক্ত সংখ্যা বাড়বে বলেই আশা করা হচ্ছে।





