Header AD

নিউটাউনে এলটিআই ক্যাম্পাস! কাজ পাবেন ২০ হাজার, দাবি বাবুলের

নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে ১৯ একর জমিতে এলটিআই- মাইন্ডট্রির নতুন ক্যাম্পাসের প্রথম পর্যায়ের কাজ চালু হতে চলেছে আগামী মে মাসে। এই ক্যাম্পাস গড়ে তুলতে প্রায় আড়াই হাজার কোটি টাকা লগ্নি হয়েছে। বৃহস্পতিবার সংস্থার ক্যাম্পাস পরিদর্শন করে এই কথা জানিয়েছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “ আপাতত দুটি টাওয়ারে কাজ চালু হবে। এর ফলে কর্মসংস্থান হবে প্রায় ৭ হাজার মানুষের।“

বেঙ্গল সিলিকন ভ্যালিতে জমি নেওয়ার পরেও আনেক সংস্থা কাজ শুরু করেনি বলে অভিযোগ উঠেছিল। যদিও মন্ত্রী সেকথা মানতে নারাজ। বাবুলের কথায়, এগুলো বিরোধীদের নেতিবাচক প্রচার। ২৫০ একরের এই তথ্যপ্রযুক্তি তালুকে জমি কিনেছে এমন সংস্থাগুলির ৬০-৭০ শতাংশই কাজ শুরু করে দিয়েছে। ৪১ টি সংস্থার মধ্যে ৩১ টি নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। এই তালুক চালু হয়ে গেলে রাজ্যের তথ্যপ্রযুক্তির চিত্রটা বদলে যাবে বলেই দাবি বাবুলের। তাঁর আশ্বাস, আগামীতে অন্তত ৩০ হাজার কোটি টাকা লগ্নির পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মসংস্থান হবে।

এই ক্যাম্পাসে তিনটি পর্যায়ে মোট ৬টি টাওয়ার তৈরি করবে এলটিআই- মাইন্ডট্রি। বাবুল জানিয়েছেন, সবকটি ক্যাম্পাস তৈরি হয়ে গেলে কাজ পাবেন প্রায় ২০ হাজার মানুষ। লগ্নির পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। আগামী বছর এপ্রিলে বাকি দুটো টাওয়ারের কাজ শুরু হবে। বাবুলের কথায়, প্রতি একর জমি ৫ কোটি টাকায় দেওয়া হয়েছে সংস্থাকে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তর সংস্থার সঙ্গে একযোগে কাজ করে দ্রুত এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চলেছে।