সাত বছরের শিশুকন্যার শ্বাসনালীতে আটকে ছিল খোঁপার ক্লিপ! শুরু হয় প্রবল শ্বাসকষ্ট! মৃতপ্রায় অবস্থায় শিশুটিকে নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কঠিন অস্ত্রোপ্রচারের মাধ্যমে বাঁচানো হল শিশুটির প্রাণ।
হাসপাতাল সূত্রে খবর, শিশুটির শ্বাসনালিতে আটকে ছিল প্রায় ৩.৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি খোঁপায় গোজার পিন। বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ নাগাদ হাসপাতালের নাক-কান-গলার জরুরি বিভাগে আনা হয় ওই শিশুটিকে। তখনও শ্বাস নিতে প্রবল কষ্ট হচ্ছিল তাঁর। তৎক্ষণাৎ পরীক্ষা নিরীক্ষা এবং পূর্ববর্তী হাসপতালের চিকিৎসা বিবরণ খতিয়ে দেখেন মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, শিশুটির খাদ্যনালি পেরিয়ে ততক্ষণে ওই ক্লিপ পৌঁছে গিয়েছে তাঁর শ্বাসনালীতে। দ্রুত মেডিক্যাল কলেজের ENT বিভাগের চিকিৎসক সহকারী অধ্যাপক দীপ্তাংশু মুখোপাধ্যায়ের নেতৃত্বে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় বের করা হয় ওই ক্লিপ।
এই কঠিন অস্ত্রোপচারের টিমে ছিলেন চিকিৎসক শুভজিৎ মুখোপাধ্যায়, চিকিৎসক সোমদত্তা ঘণ্টি। এছাড়াও ছিলেন অ্যানাস্থেসিয়ার ডাঃ রবীন্দ্রনাথ ঘোষ ও ডাঃ সুজিত কুমার গোস্বামী।
এই ঘটনার পর ওই শিশুর পরিবারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই অস্ত্রোপচারের নেপথ্যে থাকা চিকিৎসক দীপ্তাংশু মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘দীর্ঘ মাপের এই পিন বা ক্লিপ শিশুর প্রাণ নিয়ে নিতে পারত। আমাদের পুরো টিম তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করেছে রোগীর প্রাণ বাঁচাতে। আপাতত ওই শিশুর অবস্থা স্থিতিশীল।’





