Header AD

কলকাতায় ফের পারদপতন! দুদিনকে ছাপিয়ে শনিবার মরশুমের শীতলতম দিন

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার ছিল শহরের শীতলতম দিন। পারদ নেমেছিল ১২.৯-এ। কিন্তু শনিবার সকালে হাওয়া অফিসের তথ্য শুক্রবারের রেকর্ড ভেঙে দিল। এদিন ফের পারদপতন হয়েছে শহরে। শনিবার শহরের শর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে গত দু’দিনকে ছাপিয়ে এখন শনিবারই চলতি মরসুমের শীতলতম দিন।

গত বৃহস্পতিবার থেকেই কলকাতায় তাপমাত্রা ক্রমেই নামছে। এবারের শীত প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করছে। বড়দিনে পারদ নেমেছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, তখনও পর্যন্ত যা সর্বনিম্ন ছিল। তার পরের দিনই শুক্রবার নজির ভেঙে যায়। ১২-র ঘরে নেমে যায় পারদ। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তার চেয়ে সামান্য কমে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। তা ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম।

শনিবার সকাল থেকে কুয়াশার আস্তরণে শহর মোড়া ছিল। বেলা বাড়তেই কিছুটা রোদের দেখা মিলেছে। তবে হিমেল হাওয়ার দাপটে সেই তাপ খুব বেশি মালুম হচ্ছে না। কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা বেশি থাকবে। শনিবার এবং রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের সব জেলায়।

উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কয়েকদিন পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পর দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে।

তবে এবারের শীতে উত্তরের জেলা গুলোকে টেক্কা দিচ্ছে বীরভূমের শ্রীনিকেতন, বাঁকুড়া, পুরুলিয়াসহ পশ্চিমাঞ্চলের জেলা গুলি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে এই শীতের দাপট বজায় থাকবে।