Header AD

বড়দিনের পর আরও নামবে পারদ! উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা জেলা থেকে শহরে

বড়দিনের আগেই উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় রীতিমতো জবুথবু জেলা থেকে শহর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, বড়দিনের আগে রাজ্যগুলিতে আরও তাপমাত্রা কমতে পারে। এমনকি, কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে।

ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা তেমন মিলছিল না । তবে শনিবারের পর থেকে চিত্রটা কিছুটা বদলেছে। সকালের দিকে কুয়াশা, সঙ্গে দিনভর উত্তুরে হাওয়ার দাপটে শনিবার থেকে দিনের তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিাস, স্বাভাবিকের থেকে যা ৫.২ ডিগ্রি কম। সোমবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে। পরবর্তী দু’-তিন দিনে তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। তবে বড়দিনে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমে যেতে পারে। তার পর থেকে ধীরে ধীরে পারদপতন শুরু হবে। বড়দিন থেকে বর্ষশেষ পর্যন্ত ভালোমতোই টের পাওয়া যাবে শীতের আমেজ! তবে উত্তরবঙ্গে আগামী সাত দিন খুব বেশি পারদপতনের সম্ভাবনা নেই।