Header AD

ফের ব্যহত মেট্রো পরিষেবা ! যতীন দাস পার্কে আত্মহত্যার চেষ্টায় ৫০ মিনিট ভাঙা পথে চলল যাত্রা

পুজোর মুখে ফের মেট্রো বিভ্রাট। এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলে ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা। শুক্রবার দুপুর ১ টা নাগাদ যতীন দাস পার্ক স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। ফলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Metro Blue Line)  অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হয়। দক্ষিণেশ্বর থেকে ময়দান ও মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙাপথে মেট্রো চলাচল করে। মেট্রোর দাবি, প্রায় ৫০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক হয় ।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়। কেন বার বার এই লাইনে আত্মহত্যা বা  আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটছে, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই প্রবণতা ঠেকাতে মেট্রো কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ করেন। কালীঘাট স্টেশনের ধারে ব্যারিকেড বসানো হয়। যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টাও করা হয়। নজরদারি বৃদ্ধি করা হয়। তবুও কোনও লাভ হয়নি। ফলে বার বার একই ঘটনা ঘটে চলেছে। কলকাতা মেট্রোর অন্য লাইনগুলিতে কারও ঝাঁপ দেওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। চলতি বছরে ইতিমধ্যেই কলকাতা মেট্রোয় বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। সংসদে বিষয়টি উত্থাপিত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একপ্রকার স্বীকার করে নেন যে, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।