Header AD

কালীপুজোয় মেট্রোর সময়সূচিতে রদবদল! পরিষেবা কখন শুরু আর কখনই বা শেষ, জেনে নিন

সামনেই কালীপুজো। দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। দীপাবলি (Diwali) উপলক্ষে আগামী সোমবার (২০ অক্টোবর ২০২৫) মেট্রোসূচিতে রদবদল করা হয়েছে। ওইদিন ছুটি থাকায় অন্যান্য দিনের থেকে কম পরিষেবা মিলবে বলে জানা গেছে। পাশাপাশি বেশ কিছু রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিও (Metro Schedule) বদলেছে। ওইদিন প্রতিটি রুটেই শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে। তবে ভিড় সামাল দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে।

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর অর্থাৎ ব্লু লাইনে প্রতিদিন মোট ২৭২টি মেট্রো চলে। তবে কালীপুজোয় চলবে ১৪৪টি। এদিন সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে পরিষেবা শুরু হবে সকাল ৭.৫৪ মিনিটে । অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল সোমবার সকাল ৮টায়। পাওয়া যাবে প্রথম মেট্রো। অর্থাৎ এদিন মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে। রাত ৯টা ২৮ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। অপরদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

কালীপুজোর দিন গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২২৬টির বদলে মোট ১২৪টি মেট্রো চলবে। তবে এই রুটে সকালের প্রথম এবং রাতের শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন নেই।

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো রুটে ১২০টির বদলে ৫২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল এবং রাতের মেট্রোর সময়ও বদলাচ্ছে। সকাল ৭টা ৫৫ মিনিটের বদলে সকাল ১০টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং সকাল ৮টার বদলে সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়়া প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রাত ৮টার পরিবর্তে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ৩৪ মিনিটে। রাত ৮টা ৫ মিনিটের পরিবর্তে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত শেষ মেট্রো পরিষেবা বিকেল ৫টা ৫৪ মিনিটে পাওয়া যাবে।

পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে ৮০টির পরিবর্তে ৪৪টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল ৬টা ৫০ মিনিটের বদলে জোকা-মাঝেরহাটে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০টায়। আবার সকাল ৭টা ১৪ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ২৪ মিনিটে মাঝেরহাট-জোকা মেট্রো পরিষেবা পাওয়া যাবে। জোকা-মাঝেরহাট রুটে শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ২৮ মিনিটে। অন্যান্য দিন রাত ৮টা ৩৬ মিনিটে এই রুটে শেষ মেট্রো ছাড়ে। রাত ৮টা ৫৭ মিনিটের বদলে মাঝেরহাট-জোকা রুটে শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৪৯ মিনিটে।

বেলেঘাটা থেকে কবি সুভাষ অরেঞ্জ লাইনে কালীপুজোয় মোট ৬০টির বদলে ৪০টি মেট্রো পাওয়া যাবে। সকাল ৮টার বদলে বেলেঘাটা-কবি সুভাষ রুটে সকাল ৯টা ৫৫ মিনিট এবং সকাল ১০টায় কবি সুভাষ-বেলেঘাটা রুটে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আবার রাত ৮টা ৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৫৫ মিনিটে বেলেঘাটা থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা শেষ মেট্রো পাওয়া যাবে।