Header AD

বিএলও-র পর বিদ্রোহী মাইক্রো অবজার্ভাররা! SIR কাজে ফরাক্কায় ইস্তফা ৯ জনের

বিএলও-দের পর এবার বিদ্রোহী মাইক্রো অবজার্ভাররা! এসআইআরের কাজে ইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভার। ঘটনাটি ঘটেছে ফরাক্কায়। যার ফলে বৃহস্পতিবার শুনানি প্রক্রিয়া শুরু করা যায়নি ওই এলাকায়। চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ ভোটাররা।

এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। এই অভিযোগে, বুধবার ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়। ব্যাহত হয় শুনানি প্রক্রিয়া! পাশাপাশি কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফরাক্কার প্রায় ২০০ বিএলও কাজ থেকে গণইস্তফা দেন। কিন্তু তাঁদের ইস্তফা গ্রহণ করেনি কমিশন। তারপরই ৯ জন মাইক্রো অবজার্ভাররা ইস্তফা দিলেন। ফলে এদিন শুনানি প্রক্রিয়া নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। মাইক্রো অবজার্ভাররা না এলে শুনানি শুরু করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় বিডিও ।

এদিকে বুধবার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় কমিশনের নির্দেশে এফআইআর করা হয়েছে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, এস আই আর প্রক্রিয়া শুরু হওয়ার পর উত্তাল রাজ্য রাজনীতি। অপরিকল্পিত এস আই আর-এর বিরোধিতায় সরব রাজ্যের শাসক দল। এস আই আর পরবর্তী শুনানি প্রক্রিয়া ঘিরেও চলছে জোর তরজা। সকাল-বিকেল-রাত, প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা। যে তথ্য ভোটারদের থেকে চাওয়া হচ্ছে, তাতে অনেকের নাম বাদ পড়বে। এমনকী সন্তান ৪ জন থাকলেও ৬ জন দেখিয়ে শুনানিতে ডাক দেওয়া হচ্ছে! হিয়ারিং হয়রানির অভিযোগ তুলে বুধবার বিএলও পদ থেকে গণইস্তফা দেয় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কর্মরত প্রায় দু’শো বিএলও। তারপর এস আই আর প্রক্রিয়ার গলদ সামনে এনে এবার ইস্তফা দিলেন ৯ জন মাইক্রো অবজার্ভাররা।