বিজেপি শাসিত ওড়িশায় ফের নাবালিকাকে ধর্ষণ, খুনের অভিযোগ! অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধে উত্তাল এলাকা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ভদ্রককের বালিগাঁওয়ের চাঁদবালি থানা এলাকায় এক বালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মঙ্গলবার সকালে স্কুলে যায় নাবালিকা। বিকেল থেকে বছর ১০-য়ের বালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা গড়াতেই থানা এলাকার একটি ঝোপ থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। স্থানীয় নাবালিকাদের স্কুলে যাওয়া নিয়ে প্রশ্ন দেখা যায় গ্রামবাসীদের। তাঁরা প্রশ্ন তোলেন, যদি স্কুলের পথে নাবালিকারা নিরাপত্তার অভাব বোধ করে তবে কিভাবে ছড়াবে ওড়িশায় শিক্ষার আলো। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।




