Header AD

SIR-কে চ্যালেঞ্জ করে একাধিক মামলা সুপ্রিম কোর্টে, কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

কেরল, উত্তরপ্রদেশ-সহ কয়েকটি রাজ্য এসআইআর ( SIR) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করল দেশের শীর্ষ আদালত। বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর প্রক্রিয়া।

ইতিমধ্যেই বাংলা, তামিলনাড়ুর এসআইআর-এর বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। পরবর্তীতে একে একে আদালতে এসেছে কেরলের সিপিএম-সহ অন্যান্য আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল সেই মামলা। মূলতঃ এসআইআর-এর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে নতুন এই মামলাগুলি।

এদিন এই মামলাগুলির প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর। তবে শুধু কেরল সরকার নয়, উত্তরপ্রদেশের বারাবাঁকির কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলাতেও নির্বাচন কমিশনের জবাব চেয়েছেন বিচারপতিরা। তবে এই মামলায় শুনানির তারিখ এখনও ঠিক হয়নি।