সোশ্যাল মিডিয়া ইনফ্লুএন্সার ওরি নাকি দাউদ ইব্রাহিম আয়োজিত মাদক পার্টিতে উপস্থিত ছিলেন! শুধু তা-ই নয়, তিনি নিজে নিয়মিত মাদক সেবন করেন বলে অভিযোগ। সম্প্রতি ২৫২ কোটি টাকার মাদক মামলায় নাম জড়িয়েছে ওরি ওরফে ওরহান অবত্রামণির। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তাঁকে তলব করেছে। জবাবে পুলিশের কাছে সময় চেয়ে নিয়েছেন তিনি।
২০২৪ সালের মার্চে মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে ‘এমডি’ নামে পরিচিত ১২৫.১৪ কেজির মাদক বাজেয়াপ্ত করে পুলিশ, যার বাজারমূল্য কমপক্ষে ২৫২ কোটি টাকা। এই ঘটনায় গত মাসে দুবাই থেকে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। জেরায় ধৃতেরা জানান, মুম্বইয়ে একাধিক মাদক পার্টির আয়োজন করতেন তাঁরা। সেখানে যাতায়াত ছিল ওরি-সহ মুম্বইয়ের খ্যাতনামী তারকাদের। সেই তালিকায় ওরি ছাড়াও শ্রদ্ধা কাপুর, নোরা ফতেহি, আব্বাস- মস্তান সহ একাধিক বলি সেলেবের নাম রয়েছে। খবর, ধৃতদের মধ্যে একজন জানিয়েছেন ওরি নাকি দাউদের বেশ ঘনিষ্ঠ। শুধু তা-ই নয়, দাউদের বোনঝি আলিশা পার্কারের সঙ্গেও নাকি বেশ ঘনিষ্ঠতা রয়েছে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুএন্সারের এবং এই ধরনের মাদক পার্টিতে নিয়মিত যাতায়াত রয়েছে তাঁর। সূত্রের খবর, মুম্বই পুলিশের সমনের জবাবে ওরি জানিয়েছেন, তিনি ২৫ নভেম্বরের আগে হাজিরা দিতে পারবেন না। এই মুহূর্তে ওরি বিদেশে রয়েছেন । প্রসঙ্গত, মুম্বই পুলিশের ‘অ্যান্টি নারকোটিকস’বিভাগ বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ দিয়েছিল ওরিকে।
উল্লেখ্য, ছবিতে অভিনয় না করেও বলিউডে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করেছেন ওরি। অম্বানীদের বাড়ির অনুষ্ঠান থেকে জাহ্নবী কাপুর, সুহানা খান সহ বলিউডের এই প্রজন্মের অনেক তারকারই প্রিয় বন্ধু হয়ে উঠেছেন তিনি।





