Header AD

দুর্গাপুজো কার্নিভালের নতুন রেকর্ড, শোভাযাত্রায় অংশ নিচ্ছে ১১৩ টি ক্লাব

শএই বছরের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটেছে।একাধিক মণ্ডপ, বনেদি বাড়ির প্রতিমা বিসর্জনও হয়ে গিয়েছে।  কিন্ত তার রেশটুকু এখনও বর্তমান। রবিবার,৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এইবছরের দুর্গা পুজোর কার্নিভ্যাল। অন্যান্য বারের মতোই রেড রোডে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কলকাতার নামিদামি পুজো উদ্যোক্তারা তাঁদের ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করে এগিয়ে যাবেন গঙ্গার ঘাটের দিকে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। জানা গিয়েছে, এইবছর কলকাতার দুর্গাপুজোর কার্নিভ্যাল নিজেই নিজের রেকর্ড ভাঙবে। মোট ১১৩টি পুজো কমিটি অংশ নিচ্ছে এবার শোভাযাত্রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশ বিদেশের বিশিষ্ট অতিথিরা হাজির থাকবেন কার্নিভালে। থাকবেন UNICEF-এর প্রতিনিধিরাও।রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে কলকাতার দুর্গা কার্নিভাল।

কার্নিভালের প্রস্তুতি দেখতে রোডে আসেন মুখ্য সচিব মনোজ পন্থ।প্রসঙ্গত,২০১৬ সালে প্রথম বারের জন্য কার্নিভ্যাল আয়োজিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। জানা যাচ্ছে, সে বছর থেকে ২০২৫ পর্যন্ত ধরলে, সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এবারই অংশ নেবে কার্নিভ্যালে। ২০২৪ সালে ৮৯টি পুজো, ২০২২-এ এবং ২০২৩ সালে প্রায় ১০০টি পুজো সামিল হয়েছিল এই বর্ণাঢ্য শোভাযাত্রায়।

এই বছর দমদম পার্ক তরুণ সঙ্ঘ, বেলেঘাটা ৩৩ পল্লি, সুরুচি সংঘ, অগ্রণী ক্লাব, চালতাবাগান, টালা প্রত্যয়-সহ মোট ১১৩টি ক্লাব তাঁদের ট্যাবলো নিয়ে শোভাযাত্রায় যোগ দেবেন।

অনুমান করা হচ্ছে, প্রতি বছরের মতো এ বছরও বহু সংখ্যক মানুষ ফোর্ট উইলিয়াম থেকে আকাশবাণী পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে হাজির থাকবেন। ২০ হাজার দর্শকের বসার ব্যবস্থা থাকছে এই বছর। অনেকেই মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখে উঠতে পারেন না। তাঁরা কার্নিভ্যালের দিন রেড রোডে হাজির থেকে বা টিভির পর্দায় চোখ রেখেই শহরের সমস্ত নামী মণ্ডপের প্রতিমা এবং থিম দর্শন করে নিতে পারেন।

প্রতি বছরই বিভিন্ন তারকা বিভিন্ন ক্লাবের হয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। এবারও তার অন্যথা হবে না। কার্নিভালের সূচনা হবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যগোষ্ঠীর নাচের মাধ্যমে। প্রতিটি ক্লাবকে দুমিনিট করে সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যেই ক্লাবগুলি তাদের পুজোর থিম থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই দর্শকের সামনে তুলে ধরবেন।