বর্ষশেষের শেষ উইকেন্ড। বড়দিনের এই উৎসব আবহেই দিল্লিতে বড়সড় তল্লাশি অভিযান। রাতভর অভিযানে গ্রেফতার হয়েছে ২৮৫ জন। কুত্তা রয়েছে মাদক ও বিপুল পরিমাণ অস্ত্র। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন আঘাত ৩.0’ । দলবদ্ধ অপরাধীদের পাশাপাশি আইন ভঙ্গকারীদের দমন করার উদ্দেশ্যেই এই অভিযান।
এই অভিযানে ২১ টি বেশি পিস্তল, ২৭ টি ছুরি এবং ২০টি তাজা কার্তুজসহ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া প্রচুর মাদক এবং অবৈধ মদের চালানও পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বহু চুরি যাওয়া সম্পত্তি। এর মধ্যে রয়েছে একটি গাড়ি, ২৩১ টি বাইক এবং ৩১০ টি মোবাইল ফোন।
অস্ত্র আইন, জুয়া আইন, আবগারি আইন, এন ডি পি এস আইনসহ বিভিন্ন ধারায় ২৮৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও বর্ষবরণের উদযাপনে যাতে অপরাধ এড়ানো যায় এই আগাম সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ৫০৪ জনকে আটক করা হয়েছে। দাগী তালিকাভুক্ত ১১৬ জনকেও এই অভিযানে আটক করেছে পুলিশ। জালে ধরা পড়েছে পাঁচ গাড়ি চোরও। আগামী দিনে চুরি ছিনতাই জাতীয় অপরাধ দমনে দিল্লি পুলিশের এই অভিযান বড় ভুমিকা নেবে বলেই আশা রাখছে মানুষ ।





