Header AD

এসএসকেএমের মহিলা ওয়ার্ডে বহিরাগত যুবক, নার্সদের সঙ্গে তর্কাতর্কি, হুমকি! গ্রেপ্তার যুবক, পরে জামিন

হাসপাতালের মহিলাদের ওয়ার্ডে ঢুকে পড়ায় গ্রেপ্তার হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে। সেখানকার মহিলা ওয়ার্ডে ঢুকে নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ওই বহিরাগত যুবকের বিরুদ্ধে। পরে ভবানীপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এখন অবশ্য তিনি জামিনে মুক্ত।

অভিযুক্ত যুবকের নাম অম্বর রায়চৌধুরী। তাঁর এক আত্মীয় নাকি ওই হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এসএসকেএম-এর মেন ব্লকের মহিলাদের ওয়ার্ডে ঢুকে পড়েন যুবক। অভিযোগ, প্রথমে যুবক হাসপাতালের কর্মী হিসাবে নিজের পরিচয় দিয়েছিলেন। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় যুবককে প্রশ্ন করেন ওয়ার্ডে কর্তব্যরত নার্সেরা। তাঁদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন যুবক। হুমকিও দেন।

হাসপাতালের পুলিশ আউটপোস্টে খবর দেওয়া হয়। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত দাবি করেছেন, তিনি কলকাতা পুরসভার কর্মী। এমনকী, তাঁর কাছ থেকে পুরসভার একটি পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,  কিছু দিন আগেই এসএসকেএম হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণ এবং যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। অভিযোগ, বহির্বিভাগে চিকিৎসার জন্য আসা ওই কিশোরীকে ভুলিয়ে ট্রমা কেয়ারের পিছন দিকের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন এক যুবক। পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের  এসএসকেএমে এত নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে অসময়ে ওই যুবক কী ভাবে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।