Header AD

ধুরন্ধর-এর গানে ভাইরাল পাকিস্তানের বিয়েবাড়ির ভিডিও! ‘মনে ভারতবিদ্বেষ, অথচ বলিউডে মজে’ কটাক্ষ নেটপাড়ায়    

বহু জল্পনা-কল্পনার পর গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। পয়লা দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। রণবীর সিং – অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই গোটা বিশ্বে ২২৩ কোটির ব্যবসা করে ফেলেছে মাত্র পাঁচ দিনে। আর জাতীয়স্তরে সেই অঙ্ক দেড়শো কোটির গণ্ডি ছাড়িয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও রমরমিয়ে ব্যবসা করছে ‘ধুরন্ধর’। যে বলিউড সিনেমা নিয়ে বর্তমানে পাকিস্তান এবং বালোচিস্তানেও জোর চর্চা। এবার পাকিস্তানের এক বিয়ে বাড়ি থেকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ভারতীয় নেটনাগরিকদের মধ্যে তুমুল হইচই।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে , পাকিস্তানের এক বিয়ে বাড়ির আসর জমে উঠেছে ‘ধুরন্ধর’-এর গানে। সিনেমার টাইটেল ট্র্যাকে পা মেলাচ্ছেন প্রতিবেশি দেশের লোকেরা। সকলের পরনে কালো রং মিলান্তি পোশাক। তবে সবথেকে বেশি নজর কাড়ল তাঁদের কোরিওগ্রাফড নৃত্যশৈলী। একাংশ কটাক্ষ করে বলছেন, মনে ভারত বিদ্বেষ থাকলে কী হবে? ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির বা বলিউডের নাচ-গানে এরা বরাবর মজে থাকে। সবমিলিয়ে পাকিস্তানের ওই বিয়েবাড়ির ভিডিও বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে।

প্রথম দিন থেকেই সিনেমার বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, ততোধিক চর্চায় ‘ধুরন্ধর’-এর মিউজিক। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম। এছাড়াও এই সিনেমায় প্রতিটা দৃশ্যের সঙ্গে সাযুজ্য বজায় রেখে জনপ্রিয় পুরনো গানগুলি যেভাবে রিমেকের মোড়কে পরিবেশন করা হয়েছে, সেটাও বহুল প্রশংসিত হচ্ছে। এমন আবহেই প্রকাশ্যে এল পাকিস্তানের ওই বিয়ে বাড়ির ভিডিও।