সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সরকারের গত ১৫ বছরের সাফল্যের খতিয়ান পেশ করেছেন। নাম দিয়েছেন উন্নয়নের পাঁচালি। শুক্রবার সেই খতিয়ান বই আকারে প্রকাশিত হল। তৃণমূল সরকারের (TMC Government) দেড় দশকের শাসনকালের সামগ্রিক রিপোর্ট কার্ড এই ‘উন্নয়নের পাঁচালি’। নবান্নে (Nabanna) আনুষ্ঠানিক ভাবে এটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty), অর্থসচিব প্রভাত মিশ্র-সহ অন্যান্য আধিকারিকেরা। বাংলা-সহ মোট ৬টি ভাষায় প্রকাশিত এই বইয়ে ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে ।গত ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর আমলের দেড় দশকের সরকারি কাজের রিপোর্ট কার্ড (Report Card) প্রকাশ করেছিলেন। নবান্ন সূত্রে জানানো হয়েছে,সেই রিপোর্ট কার্ডেরই বিস্তৃত ও প্রামাণ্য নথি রূপে ‘উন্নয়নের পাঁচালি’ বইটি প্রকাশ পেল । বইটির প্রচ্ছদ থেকে শুরু করে বিষয়বস্তু জুড়ে রাজ্যের সার্বিক উন্নয়ন যাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।প্রকাশিত বইটিতে সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, গ্রামোন্নয়ন, সংখ্যালঘু কল্যাণ, পর্যটন ও সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রকল্প, ব্যয় এবং প্রাপ্তির বিস্তারিত বিবরণ রয়েছে। সরকারি তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরা হয়েছে কী ভাবে রাজ্যের আর্থ-সামাজিক কাঠামো গত পনেরো বছরে আমূল বদলে গিয়েছে।নবান্ন সূত্রে খবর, সাধারণ মানুষের কাছে সরকারের কাজের হিসেব স্বচ্ছ ভাবে তুলে ধরতেই এই বই প্রকাশ করা হল। বিভিন্ন ভাষায় প্রকাশের ফলে রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যের পাঠকদের কাছেও পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন মডেল পৌঁছে যাবে। ইতিমধ্যেই রাজ্যের ব্লকে ব্লকে উন্নয়নের পাঁচালীর প্রচার শুরু করেছে রাজ্য সরকার।জানা গিয়েছে রাজ্য সরকারের ওয়েবসাইট থেকেও এই পাঁচালি-র সফট কপি পাওয়া যাবে। মুখ্য সচিব জানিয়েছেন, পনেরো বছরের রিপোর্ট কার্ড বলা হলেও উন্নয়নের পাঁচালি আদতে রাজ্য সরকারের সাড়ে চোদ্দো বছরের কাজের খতিয়ান।





