Header AD

নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষ জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, এখনই নয় জেলমুক্তি

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই একটি মামলা বাদে বাকিগুলিতে আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে তাঁর জেলমুক্তি এখনই হচ্ছে না।  

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শুনানি শেষ হয় কলকাতা হাই কোর্টে। তবে রায়দান স্থগিত রাখেন বিচারপতি। শুক্রবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে পার্থকে। তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না।  একইসঙ্গে পার্থর জেলমুক্তির বিষয়টি নিম্ন আদালতের নিয়ন্ত্রণাধীন।

উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেপ্তার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।  নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।