Header AD

দলীয় সংগঠনে পরিবর্তনের জন্য পারফরম্যান্সই চূড়ান্ত মাপকাঠি! বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“যে যেখানে কাজ করেছে, পারফর্ম করেছে, তাকে দল সরায়নি। কিন্তু শুধু দাদা ধরে পদে থাকা যাবে না। বুথে টানা হারলে আর কৌশলে পদে থেকে যাওয়া সম্ভব নয়।” দলের সংগঠনে পরিবর্তনের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি যে পারফরম্যান্স—এই কথা বলে দলীয় কর্মীদের সেই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

বৃহস্পতিবার বিজয়া সম্মিলনিকে কেন্দ্রে করে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতার ফাঁকে তিনি জানান, “আমি আগেই বলেছিলাম—কাজ করতে হবে, নইলে কেউ রেহাই পাবে না। এখন নিশ্চয়ই সকলে তা বুঝতে পারছেন।” তাঁর মতে, সংগঠনকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞতা ও তারুণ্য—দু’টিকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলার উন্নয়ন – সমৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

তিনি আরও জানান, নন্দীগ্রামের তালিকা এখনও প্রকাশিত হয়নি। কারণ, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেকের কথায়, “আমরা চাই সংগঠন হোক কার্যকরী, দায়িত্বশীল ও ফলপ্রসূ। তাই যে কাজ করছে, তাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।” দলের অন্দরে অভিষেকের এই মন্তব্যকে আগামীদিনের সাংগঠনিক বার্তা হিসেবে দেখছেন তৃণমূলের নেতারা।

প্রসঙ্গত জানা গিয়েছে এসআইআর (SIR)নিয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শহিদ মিনার ময়দানে এই সভা হতে পারে ২ নভেম্বর । অন্যথায় ১১ কিংবা ১২ নভেম্বর এই সভা হতে পারে।