Header AD

কেনিয়ায় ভেঙে পড়ল বিমান, ১২ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

মাঝ আকাশে বিপত্তি। মঙ্গলবার সকালে কেনিয়ায় ভেঙে পড়ল একটি বিমান। সেদেশের অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে এই দুর্ঘটনার খবর। বিমানের সওয়ার হওয়া ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি মাসাইমারা-র উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। জানা গিয়েছে, বিমানে থাকা যাত্রীদের মধ্যে বেশির ভাগই পর্যটক।

কেনিয়া সংবাদমাধ্যম সূত্রে খবর, কেনিয়ার দিয়ানি থেকে মাসাইমারার কিচওয়া টেম্বো যাচ্ছিল বিমানটি। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ সেটি কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনিতে আচমকা ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। এই দুর্ঘটনার কয়েকটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানটি থেকে অনবরত ধোঁয়া বেরচ্ছে। বিমানের একাধিক অংশ  চারদিকে ভেঙে পড়ে রয়েছে।

কীভাবে ঘটল বিপত্তি তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কেনিয়ার অসামরিক বিমান মন্ত্রক কর্তাদের প্রাথমিক অনুমান, দৃশ্যমানতা কম থাকায় ঘটেছে দুর্ঘটনাটি। উল্লেখ্য, যে সংস্থার বিমান ভেঙে পড়েছে,  কেনিয়া জুড়ে তারা বিভিন্ন পর্যটনস্থল, যেমন মাসাইমারা, নাইরোবিতে পরিষেবা দেয়।