Header AD

দূষণ-কুয়াশায় নাভিশ্বাস দিল্লিতে! ৬৬টি উড়ান বাতিল, ২০টি গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত একাধিক

দূষণে জেরবার রাজধানী দিল্লি। বাতাস ভয়ানক হয়ে উঠেছে। সোমবার সকালেও দিল্লিতে বাতাসের গুণমান সূচক ছিল ৪৫০-এর উপরে। এর জেরে এখনও পর্যন্ত ৬৬টি উড়ান এবং ৬০টি ট্রেন বাতিল হয়েছে। দেরিতে উড়েছে ৪০০টি উড়ান। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও লিওনেল মেসির (Lionel Messi) বিমানও। অন্যদিকে ঘন কুয়াশা এবং ধোঁয়াশার জেরে সোমবার সকালে দিল্লি-মুম্বই জাতীয় সড়কে পর পর কুড়িটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। এর ফলে ৪ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ সুত্রে খবর , দূষণ জনিত কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সোমবার ভোর ৫টা নগাদ দিল্লি-মুম্বই জাতীয় সড়কে পরপর কুড়িটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। যার ফলে দুই পুলিশকর্মী-সহ ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। দুর্ঘটনার সময় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে গিয়েছিল। দুটি ওভারলোড ডাম্পারের মধ্যে সংঘর্ষ দিয়ে শুরু হয় ধারাবাহিক দুর্ঘটনা। দুটি ট্রাক উল্টে যায়। সব মিলিয়ে ২০টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

দিল্লির দূষণ মোকাবিলার জন্য সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি জারি রয়েছে। তার পরেও অবশ্য রাজধানীর বাতাসের গুণমানের উন্নতি হচ্ছে না। এদিন সকালে অশোক বিহারে সর্বোচ্চ ৫০০ একিউআই ছিল। সোমবার সকালে আনন্দ বিহার এবং অক্ষরধাম মন্দির এলাকায় একিউআই ছিল ৪৯৩। ভয়ানক অবস্থা দোয়ারকাতেও, সেখানে সকালে একিউআই ছিল ৪৬৯। কুয়াশার চাদরের বিষয়ে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবনও। অন্যদিকে দুর্ঘটনা এড়াতে দিল্লিবাসীকে বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি রাস্তায় নামতে বারণ করা হয়েছে।