Header AD

পোস্টার দেওয়ার পরও প্রেক্ষাগৃহে স্থান পেল না ‘প্রজাপতি ২’, সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেতা-প্রযোজক দেব

গত কয়েক বছর ধরে দেবের (Dev) ছবিতে ঘুরিয়ে ফিরিয়ে কখনও বিরোধী দলের মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), কখনও রূপা গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন। অভিনেতা-প্রযোজক তথা তৃণমূল সাংসদ দেবের দাবি- তাঁর ছবিতে সবাই স্বাগত। এর জেরেই নাকি গত কয়েক বছর ধরে নন্দনে তাঁর ছবি জায়গা পায় না! গুঞ্জন, এ বছরে সেই ধারা অব্যাহত। শুধু তাই নয় শহরের একাধিক সিঙ্গল স্ক্রিনেও নাকি শো পায়নি অভিজিৎ সেন পরিচালিত দেব অভিনীত ‘প্রজাপতি ২’। নন্দন ছাড়া নবীনা প্রেক্ষাগৃহেও দেখানো হচ্ছে না ছবিটি। শোনা গিয়েছিল, অশোকা প্রেক্ষাগৃহে ছবির শো নিয়েও নাকি সমস্যা হয়েছিল। এবার সেই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন দেব।

ছবির প্রক্ষাগৃহ পাওয়া নিয়ে যে সমস্যা তৈরি হতে পারে তার আগাম আভাস সোমবার ছবির ট্রেলারমুক্তি অনুষ্ঠানে একপ্রকার দিয়েছিলেন দেব। সাংবাদিকদের তিনি জানান আগের বারেও ‘প্রজাপতি’র মুক্তির সময় প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সে প্রসঙ্গ দেব বলেন, “প্রজাপতি” নামের সঙ্গেই যুদ্ধ। এ বারেও যে ছবিমুক্তি নিয়ে যুদ্ধ হবে তার আভাস পেয়েছি। “

এরপরই মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক প্রক্ষাগৃহের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভের কথা জানান অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরও সিনেমাহলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমাহলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।’ ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। অগ্রিম বুকিং চলছে জোরকদমে।

দেবের এই পোস্ট দেখে দ্বিধাবিভক্ত দর্শকমহল। নেটপাড়ায় রীতিমতো ঝড় উঠেছে। অনুরাগীরা পাশে দাঁড়ালেও নিন্দুকরা ট্রোল করতে ছাড়েননি। এক অনুরাগী লিখেছেন, ‘খুব আশায় ছিলাম কখন Navina তে টিকিট ছাড়বে আর কাটব। প্রতিবার FDFS যাই । তবে জীবনে প্রথমবার এরম খবর পেলাম। প্রজাপতি ২ না চললে কোনও সিনেমা চলবে না।’ আরেক অনুরাগীর কথায়, ‘লড়াই এর কোনও দরকার নেই, সিনেমার গল্প ভালো হলে সবাই দেখতে যাবে , সিনেমাটা ভালো হতে হবে।’ এক নিন্দুকের কথায়, ‘একদম ঠিক হয়েছে, যখন ” কেরালা স্টোরি ” , ” বেঙ্গল ফাইলস ” কে সিনেমা হলে চলতে দেওয়া হয়না তখন আপনারা প্রতিবাদ করেন?’