Header AD

উত্তরে হতে পারে বৃষ্টি, দক্ষিণে শীতের আমেজ কমিয়ে বাড়ছে পারদ

বছরের শুরু থেকে শীতের কামড় কমছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে শুক্রবার সকালে। ফলে যদিও বা জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা দুদিনের ঝোড়ো ব্যাটিংয়ে উধাও। কনকনে ঠাণ্ডার আমেজ কমতে শুরু করেছে একটু একটু করে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ডিসেম্বরের কনকনে আমেজ জানুয়ারিতে খুব একটা নেই।     আগামী দুদিন উষ্ণতা বাড়বে তবে সপ্তাহের মাঝামাঝি ফের শীতের খেলা ঘুরতে পারে।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা হলেও ঠান্ডার আমেজ রয়েছে এখনও। তবে ঘন কুয়াশায় শুরু হয়েছে শুক্রের সকাল। পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। অযোধ্যা পাহাড় চত্বরে কনকনে শীত। বাঁকুড়াতেও নিম্নমুখী উষ্ণতা। কিন্তু শীত প্রেমীদের খুশির কারণ নেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে  আলিপুর আবহাওয়া দপ্তর। কুয়াশার পাশাপাশি তুষারপাতও চলবে।