গোটা দেশেই বদলে যাচ্ছে রাজভবনের (Raj Bhavan) নাম। নতুন নাম হচ্ছে লোকভবন (Lok Bhavan)। নামবদলের এই প্রক্রিয়া শুরু হল পশ্চিমবঙ্গ থেকেই। কেন্দ্র মন্ত্রীসভার সিদ্ধান্ত মেনেই এই নাম বদলের প্রক্রিয়া শুরু হল। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এবার এই নাম বদলের প্রক্রিয়া চলবে। তবে, এই বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি বলে খবর।
দীর্ঘদিন ধরেই রাজভবন থেকে সমান্তরাল শাসন চালানোর অভিযোগ উঠছে বাংলার রাজ্যপালদের বিরুদ্ধে। রাজ্যের শাসকদল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় ও বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এই অভিযোগ তোলে। শুধু তাই নয়, রাজভবন রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি বিরোধী দলগুলি। এবার নাম বদলে পদ ও ভবন বাঁচাতে নেমে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজভবনের নাম শনিবার থেকে করা হয়েছে লোকভবন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম বদল বলে জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV AnandaBose)। সিদ্ধান্তের পরেই রাজভবন থেকে রাজ সরিয়ে লোক করেছেন আনন্দ বোস। তবে, এই বিষয়ে রাজ্যকে কিছুই জানানো হয়নি বলে খবর। বিরোধীদের মতে, লোকভবন নাম রেখে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাল চালতে চাইছেন আনন্দ বোস।
এ দিন নিজেই রাজভবন লেখা ফলক সরিয়ে লোকভবন লেখা ফলক লাগিয়ে দেন রাজ্যপাল৷ তাঁর মতে, সাধারণ মানুষের সমস্যার সমাধান করাই রাজভবনের মূল উদ্দেশ্য। সেইকারণেই নাম বদলের সিদ্ধান্ত হয়েছে ৷ তবে রাজ্যকে না জানিয়ে এই বদল নিয়ে জলঘোলা হবে মনে করছে রাজনৈতিক মহল।





