Header AD

রাতের শহরে বেপরোয়া গতির বাইক! নিউটাউনের যাত্রাগাছিতে মুখোমুখি সংঘর্ষে মৃত ২ যুবক

ফের রাতের শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউনের (Newtown Accident) যাত্রাগাছির খালধার এলাকায়। মৃত দুই যুবকের নাম অসিত মাহাতো ও প্রণয়দীপ মাঝি।

মঙ্গলবার রাতে ওই খালধার এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসিত মাহাতো। উল্টো দিক থেকে বাইক চালিয়ে আসছিলেন প্রণয়দীপ। স্থানীয় সূত্রে খবর, রাতে কুয়াশা থাকায় দৃশ্যমানতা খুব কম ছিল। রাস্তা দিয়ে দুরন্ত গতিতে দুটি বাইক দুই দিক থেকে কাছাকাছি চলে আসে আর মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগার তীব্রতা এতটাই বেশি ছিল যে দু’জনেই বাইক থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসিত মাহাতোর। স্থানীয়রা অন্যজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠায়। বাইকদুটিকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মৃতদের বাড়িতে দুঃসংবাদ দেওয়া হয়। খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে দুই পরিবারে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওই নির্দিষ্ট এলাকায় স্ট্রিট লাইট সংখ্যায় অনেক কম। ফলে রাস্তায় অন্ধকার থাকে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বেশি থাকে। আলো কমের মধ্যে প্রবল গতিতে বাইক চালানোতেই কি এই মর্মান্তিক পরিণতি ডেকে আনল? প্রসঙ্গত, নিউটাউনের যাত্রাগাছি খালধার এলাকা থেকেই গত বছরের অক্টোবর মাসে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। মঙ্গলবার রাতের দুর্ঘটনার পর ফের সেই প্রশ্ন উঠেছে।