Header AD

বছরশেষে রেকর্ড গড়ল শীত! শহরে পারদ নামল ১১ ডিগ্রিতে, কুয়াশার চাদরে ঢাকা শহরতলি

২০২৪-এর শেষ দিনটা মনে রাখবে বঙ্গবাসী। চলতি মরসুমের সমস্ত নজির ছাপিয়ে গেল বছরের শেষ দিনের ঠান্ডা। বুধবার ভোরে এক ধাক্কায় কলকাতার পারদ নামল ১১ ডিগ্রিতে! চলতি বছরে মরসুমের শীতলতম দিন। এর আগে সবচেয়ে কম তাপমাত্রা হয়েছিল মঙ্গলবার- ১২.৬। তবে বুধবার তার চেয়েও অনেকটা পারদপতন হয়েছে। পুরু কুয়াশার চাদরে পড়েছে শহরতলির পথঘাট। তার ফলে যান চলাচলে অন্তকটাই সমস্যা দেখা দিয়েছে।

ডিসেম্বরের শেষ কয়েকটা দিন শীতে জবুথবু কলকাতার পাশাপাশি গোটা বাংলা। শহরের তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকভাবেই জেলাগুলোতে তাপমাত্রা আরও কম। সেখানে ৬-৯ এর মধ্যে পারদ ঘোরাফেরা করছে।

গত বছরের সঙ্গেও চলতি মরসুমের শীতের তুলনা টানা যাচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ফলে রাজ্য জু়ড়ে অবাধে তা প্রবেশ করছে। তার প্রভাবেই শীত বাড়ছে। উত্তরবঙ্গে ঠান্ডার সঙ্গে জমাট বাঁধা কুয়াশায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ির মতো জায়গায় বিকেলের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা থাকবে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।